ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়ের কোচ হলেন ডেভ হটন

নট আউট স্টাফ
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ১৬:১৫

ডেভ হটন৷ ছবি সংগৃহীত ডেভ হটন৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: সময়টা মোটেও ভালো যাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট দলের৷ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের পর টি-২০ সিরিজেও দেখেনি জয়ের মুখ৷ কালো মেঘে আচ্ছন্ন ক্রিকেটে সতেজতা ফেরাতে দেশটির ক্রিকেট বোর্ড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক ব্যাটার ডেভ হটনকেই৷

মুলত জিম্বাবুয়ে ক্রিকেটে যে সময়ে তারা দারুণ ভাবে প্রতিরোধ গড়েছিল, হয়ে উঠেছিল শক্ত প্রতিপক্ষদের একটি সে সময়ের অন্যতম সেরা ব্যাটার ছিলেন এই ডেভ হটন।

দলটির বর্তমান কোচ লালচাঁদ রাজপুতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ ভারতীয় এই নাগরিক কাজ করবেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে৷

অস্ট্রেলিয়া বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে৷ সেই পর্বে জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভ হটন।

ডেভ হটন

ডেভ হটনের ব্যাটিং ক্যারিয়ারের মত কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ৷ ডভ পাঁচ বছরের টেস্ট ক্যারিয়ারে ২২ ম্যাচে করেছিলেন ১৪৬৪ রান৷ যেখানে ছিল ৪ শতক ও সমান সংখ্যক অর্ধশতক৷ এছাড়াও ১৪ বছরের ওডিআই ক্যারিয়ারে ৬৩ ম্যাচে করেছেন ১৫৩০ রান৷ সেখানেও পেয়েছে শতকের দেখা৷ ১ শতকের বিপরীতে অর্ধশতক ছিল ১২টি৷

১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর ১৯৯৯ সালে দেশটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ সেবারের বিশ্বকাপে সুপার সিক্সে চমক সৃষ্টি করেছিল দলটি৷ ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এসেছিল৷

কোচ হিসেবে কাউন্টি ক্রিকেটেও পরিচিত মুখ তিনি৷ ডার্বিশায়ার ও মিডলসেক্সের কোচ হিসেবে কাজ করেছেন৷ এছাড়া সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে মাউন্টেনিয়ার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷