ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিধিনিষেধ তুলে খেলোয়াড়দের স্বস্তি দেওয়া উচিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২২ ০৫:২৪

পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷ ছবি সংগৃহীত পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: করোনার সময়ে মাঠে ক্রিকেট ফেরাতে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনোর প্রকোপ কমলেও অব্যাহত রয়েছে বিধিনিষেধগুলো। তবে সেটিতে পরিবর্তন আনতে বলছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক মনে করেন, যেহেতু করোনার প্রকোপ কমে গেছে তাই নিয়মগুলো তুলে নিয়ে খেলোয়াড়দের স্বস্তি দেয়া উচিত।

বল বাতাসে সুইং করাতে বোলাররা সাধারণত বলে লালা বা ঘাম ব্যবহার করে থাকেন। তবে করোনাকালীন সেই নিয়মে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যা নিয়ে সেই সময়ে বিরোধীতা করেছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক পেসার জানিয়েছিলেন, লালা বা থুতু ব্যবহার করতে না পারলে বোলাররা রোবট হয়ে যাবেন।

যদিও পরবর্তীতে লালা ব্যবহারে নিষেধাজ্ঞাই বহাল থাকে। মাঝে পেরিয়ে গেছে দুবছর, করোনার প্রকোপও কমেছে অনেকাংশে। এমন সময় এসে আইসিসিকে কোভিড-১৯ এর বিধিনিষেধগুলো পর্যালোচনা করতে বলছেন বাবর।


পাকিস্তানের স্থায়ী একটি মিডিয়াতে দেয়া সংবাদ মাধ্যমে বাবর বলেন, ‘কোভিড-১৯ যুগে খেলোয়াড়েরা প্রায়ই কঠিন পরিস্থিতির মুখে পড়ে। বিশেষ করে বোলারা, কারণ মাঠে তারা অনেক বিধিনিষেধের মুখোমুখি হয়। যেহেতু কোভিড-১৯ শেষ হয়েছে। আইসিসির উচিত তাদের কোভিড -১৯ নীতিগুলো পর্যালোচনা করা। খেলোয়াড়দের এখন স্বস্তি পাওয়া উচিত।’

করোনার সময়ে নিউজিল্যান্ড সফরে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল পাকিস্তানকে। বেশ কজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। একই চিত্র ঘটেছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এমন অবস্থাতেও ক্রিকেটাররা সেরাটা দেয়ায় তাদের প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক।

বাবর বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা যখন নিউজিল্যান্ডে কোভিড-১৯ পজিটিভ হয়েছিল তখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও এমনটা হয়েছিল। আমাদের খেলোয়াড়েরা অসুবিধার সম্মুখীন হয়েছিল। কোভিড-১৯ এর বিধিনিষেধের মাঝেও খেলোয়াড়েরা তাদের সেরাটা দিয়েছে। তাদেরকে কৃতিত্ব দেয়া উচিত। তাদের এখন শিথিলতা দরকার।’

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷