ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ক্রিকেটার কামিন্স

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২২ ২২:২৭

অজি টেস্ট অধিনায়ক৷ ছবি সংগৃহীত অজি টেস্ট অধিনায়ক৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: টানা তৃতীয় বারের মত নিজ দেশের ধনী ক্রিকেটার হলে অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স৷ ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আয় অস্ট্রেলীয় টেস্ট অধিনায়কের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক গোপন প্রতিবেদন হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলীয় পত্রিকা দ্য এইজ, সিডনি মর্নিং হেরাল্ড ও ফক্স নিউজ।

কামিন্স এ বছর মোট ২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন ক্রিকেট থেকে। এর মধ্যে পারিশ্রমিক হিসেবে ১.৮ মিলিয়ন ডলার, অধিনায়ক হিসেবে বোনাস পেয়েছেন আরও ২ লাখ ডলার।


অস্ট্রেলিয়ার শীর্ষ সাত ধনী ক্রিকেটারের নামও জানিয়েছে পত্রিকাগুলো। নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটারই বেশি। এঁরা হলেন জশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মারনাস লাবুশান ও নাথান লায়ন।

এই তালিকায় লাবুশানই কেবল কুইন্সল্যান্ডের ক্রিকেটার। হ্যাজলউডের আয় ১.৬ মিলিয়ন। ওয়ার্নারের ১.৫ মিলিয়ন। স্টার্কের ১.৪ মিলিয়ন। স্মিথের ১.৩ মিলিয়ন। লাবুশান ১.২ মিলিয়ন ও লায়ন ১.১ মিলিয়ন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷