ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সফলতার পেছনে রয়েছে ঘরোয়া লিগের অবদান: ইমাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২২ ০৭:৫৯

ইমাম উল হক৷ ছবি সংগৃহীত ইমাম উল হক৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সময় চলে প্রকৃতির নিজস্ব নিয়মে৷ মানুষকেও বিপদের সময় ধৈর্য্য ধরতে হয় আরও কঠিন ভাবে৷ তবে কোন কিছুতে যখন অপেক্ষার প্রহর হয় দুই যুগ তখন কতজনেই পা পারে৷ তবে পেরেছেন পাকিস্তান ক্রিকেটের অভিভাবক রমিজ রাজা৷ নিজ দেশে অস্ট্রেলিয়ার মত নিরাপত্তা সচেতন দলকে এনে আয়োজন করেছেন পূর্ণাঙ্গ সিরিজ৷ আর এতেই ২৪ বছরের অপেক্ষার ইতি ঘটেছে৷

পাকিস্তানের মাঠে অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তন সফলতার শতাংশে অনেক বেশি৷ তিন সংস্করণের দুটিতেই স্বাগতিকদের হারিয়েছে দলটি৷ তৈরী হয়েছে অনের রেকর্ড৷ বোলারদের সাথে বোলররাও বাইশগজে ছিলেন অনন্য৷ তাদের মধ্যে একজন ইমাম উল হক৷

তিন ম্যাচের টেস্ট সিরিজে ২ সেঞ্চুরিতে করেছেন ৩৭০ রান। টেস্টের ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজটাও দুর্দান্ত খেলেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০১, ১০৬ ও ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কণ্ঠে ইমাম বলেছেন, 'টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া আমাদের কঠিন সময় উপহার দিয়েছে এবং তারা দুর্দান্ত খেলেছে। ক্রিকেটার হিসেবে চাপের ভেতর থেকে আমি অনেক কিছু শিখেছি।'

ধারাবাহিকতা ধরে রাখার জন্য কঠোর পরিশ্রমও করেছেন ইমাম। স্বীকার করেছেন ঘরোয়া ক্রিকেটের অবদানের কথাও। ইমাম বলেছেন, 'আমি আমার খেলার উন্নতির জন্য নেটে ও ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম করেছি। আমি এখন তারই ফলাফল পাচ্ছি।'

নিরাপত্তা হুমকির কারণে দীর্ঘদিন ধরেই বড় দলগুলো পাকিস্তান সফরে যেতে অনাগ্রহী। বড় দলগুলো পাকিস্তানে নিয়মিত গেলে ব্যক্তিগত ও দলীয় দক্ষতা বাড়ানোর সুযোগ হবে বলে বিশ্বাস ইমামের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'যখন আরও বড় দলগুলো পাকিস্তান সফর করবে তখন ব্যক্তিগত ও দলীয়ভাবে দক্ষতা বাড়ানোর সুযোগ হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷