ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পিএসএলে বাড়লো ভেন্যুর সংখ্যা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২২ ২১:২৫

পাকিস্তান সুপার লিগ পাকিস্তান সুপার লিগ

একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটও নিজেদের মাটিতে আয়োজন করতে বিধিনিষেধ ছিল পাকিস্তানে। অথচ সেই দেশটিই এখন কি দারুণভাবে ক্রিকেট বিশ্বে ঘুরে দাঁড়িয়েছে। যা বছর পাঁচেক আগেও ভাবেননি অনেকেই।

নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজি ছিল না অনেক দেশ। তবে এখন বদলেছে দৃশ্যপট। অস্ট্রেলিয়ার মতো দেশও পূর্ণাঙ্গ সফর করে গিয়েছে পাকিস্তান থেকে। তাই নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর কার্যক্রমে গতি বাড়াচ্ছে পাকিস্তান।

সেই ধারাবাহিকতায় এবার আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ ২০২০ ও ২০২১ সালের পিএসএল খেলা হয়েছিল দুইটি ভেন্যুতে। এবার বাড়ছে আরও ২টি ভেন্যু,

শুধু তাই নয়, পিএসএলের আসন্ন মৌসুমে খেলা হবে প্রায় দেড় মাস ধরে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে অষ্টম আসরের খেলা।

এতোদিন ধরে শুধু করাচি এবং লাহোরে হয়েছে পিএসএলের সব। আসন্ন মৌসুমে এ দুই ভেন্যুর সঙ্গে যুক্ত হচ্ছে মুলতান এবং রাওয়ালপিন্ডিও। সবমিলিয়ে চারটি ভেন্যুতে হবে পিএসএলের অষ্টম আসরের খেলা।

আগামী বছরের জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে নিউজিল্যান্ডের। এর পরপরই টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ। এ দুই সিরিজ শেষেই পিএসএল আয়োজনের চিন্তা পিসিবির।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷