ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন আবিদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ২৩:০২

পাক ওপেনার আবিদ আলি। ফাইল ছবি পাক ওপেনার আবিদ আলি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত ডিসেম্বরে কায়েদ ই আজম ট্রফিতে ব্যাট করার সময় বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তানি ওপেনার আবিদ আলি। এরপর ম্যাচ চলাকালীন এই ব্যাটারকে নেওয়া হয়েছিল হাসপাতালে। সব পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন আবিদ। তাই যেতে হয়েছিল চিকিৎসকের ছুরি কাঁচির নিচে। আর তাতেই শঙ্কায় পড়ে আবিদের ক্রিকেটে ফেরা নিয়ে।

অবশেষে প্রায় মাস চারেকের রিহ্যাব শেষে, আবারো মাঠে ফেরার অনুমতি পেলেন এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ছাড়পত্রও মিলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। নিজেকে পূর্ণ ফিট করে তুলতে লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে এই ওপেনার ঝালিয়ে নিয়েছেন নিজের ব্যাটিং শৈলী। এরপর নামলেন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতেও। সম্প্রতি ফয়সলাবাদে এক স্থানীয় টি-২০ টুর্নামেন্টে খেলতে দেখা যায় আবিদকে। সেখানে করেছেন হাফ সেঞ্চুরিও।

এদিকে আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পেয়ে আপ্লুত আবিদ আলি নিজেও। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে আবিদ ধরে রাখতে পারেননি উচ্ছ্বাস। তিনি বলেন, ‘পাকিস্তানের হয়ে আবারও খেলতে নামতে পারব ভেবে আমি সত্যিই খুব আনন্দিত। মাঠে ফেরার জন্য ডাক্তাররা আমাকে অনুমতি দিয়েছেন এবং তাই ফের আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। আমি এখন ভালোই আছি।’ 

এই সময় আবিদ আরও বলেন, ‘একটা সময় মনে সংশয় তৈরি হয়েছিল যে, আমি কি ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারব না? তবে আমি আশা ছাড়িনি। কিছু সময়ের জন্য ক্রিকেট নিয়ে চিন্তা বন্ধ করে শুধু নিজের শারীরিক অবস্থার উপর ফোকাস করেছিলাম।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷