ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আইসিসির গুরুত্বপূর্ণ পদে পিসিবির সাবেক সিইও

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২ ২০:৩৮

আইসিসির জেনারেল ম্যানেজারের দায়িত্ব পেলেন ওয়াসিম খান। ফাইল ছবি আইসিসির জেনারেল ম্যানেজারের দায়িত্ব পেলেন ওয়াসিম খান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খানকে মহাব্যবস্থাপক হিসেবে (জেনারেল ম্যানেজার) নিযুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দীর্ঘ দিন ধরে এই দায়িত্ব পালন করে আসছিলেন জিওফ অ্যালার্ডিস। গত নভেম্বরে পদত্যাগ করেন তিনি। এবার সেই খালি পদেই বসতে যাচ্ছেন ওয়াসিম খান। সব ঠিক থাকলে আগামী মে মাস থেকে এই দায়িত্বে দেখা যাবে তাকে।

আইসিসি’র মহাব্যবস্থাপকের দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছেন ওয়াসিম। কাজ করতে চান ক্রিকেটের উন্নয়নে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আইসিসিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমি আর অপেক্ষা করতে পারছি না দায়িত্ব শুরু করতে। আমি অন্য সদস্যদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব ক্রিকেটকে শক্তিশালী করতে।’

দায়িত্ব পেয়েই নারী ক্রিকেটের উন্নতি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াসিম খান। তিনি আরও বলেন, 'বিশেষ করে আমি নারী ক্রিকেটের উন্নতিতে কাজ করব। যাতে করে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও বেশি মনযোগী হয়। গত এক দশকে কি হয়েছে সেটি থেকেও বেশি কিছু করতে আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে।’

এদিকে বিদায়ী জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস স্বাগত জানিয়েছেন ওয়াসিম খানকে। স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আইসিসিতে ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তিনি আমাদের খেলাধুলা এবং  স্টেকহোল্ডারদের সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে তার অভিজ্ঞতা প্রচুর। আশা করছি ভালো কিছু করবেন তিনি।’

উল্লেখ্য, ২০১৯ সালে তিন বছরের চুক্তিতে পিসিবির প্রধান নির্বাহীর (সিইও) চেয়ারে বসেন ওয়াসিম খান। তবে দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করেন তিনি। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হিসেবে আসার পরও এই সিদ্ধান্ত নিয়ে সড়ে দাঁড়িয়েছিলেন তিনি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷