ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রিজওয়ানের ব্যক্তিত্বে মুগ্ধ সতীর্থরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ২১:৩৫

রিজওয়ানের ব্যক্তিত্বে মুগ্ধ সতীর্থরা। ফাইল ছবি। রিজওয়ানের ব্যক্তিত্বে মুগ্ধ সতীর্থরা। ফাইল ছবি।

 

পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের মধ্যে অন্যতম মোহাম্মদ রিজওয়ান। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নামাজের প্রতি ভালোবাসার জন্য বিশ্বে মুসলিম থেকে অমুসলিম সকলের কাছে অধিক প্রিয়। দেশ কিংবা বিদেশ যেখানেই খেলা হোক না কেন নামাজের সময় রিজওয়ান নামাজের প্রতি যত্নবান থাকেন বলেন মন্তব্য করেন পাকিস্তানের ওপেনার ইমামুল হক। 

রিজওয়ানের নামাজের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে এই ওপেনার বলেন- রিজওয়ান উদার মনের মানুষ। তার ব্যক্তিত্ব আমাদের সকলকে মুগ্ধ করেন। নামাজের প্রতি বিদেশ সফরেও সে অনেক যত্নবান থাকেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমামুল আরও বলেন, যখন-ই আমরা কোনো দেশে সফর করি, তখন রিজওয়ান একটি ওয়াটসাপ গ্রুপ চালু করে। ওই গ্রুপে নিয়মতান্ত্রিকভাবে ও সবাইকে প্রতি ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেয়।

দারুণ ফর্মে থাকা ইনজামামুল হকের ভাতিজা ইমামুল আরো বলেন, শুধু ওয়াটসাপে ম্যাসেজ দিয়েই ও তাবলিগের কাজ করে না; বরং আমাদের নামাজে ইমামতিও করে ও।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷