ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেট পাকিস্তানের এক বছরের ব্যস্তসূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০২:৪৫

বাবরের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি। বাবরের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি।

ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তির নাম পাকিস্তান। অতীতের মত বর্তমানেও মেধাবী ও সামর্থ্যবান খেলোয়াড়দের সংমিশ্রণে এগিয়ে যাচ্ছে দলটি। ভালো খেলেও গতবছরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সেমিফাইনালে অজিদের কাছে হারে  বিদায় নিতে হয়েছিল আসর থেকে।

চলতি বছরের শুরু থেকেই ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে পাকিস্তানি  ক্রিকেটাররা। আগামী জুন থেকে এক বছর মাঠের লড়াইয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকছে না দলটির। পাকিস্তান দলের আগামী বার মাস অর্থ্যাৎ এক বছরের খেলার সূচি প্রকাশ করেছে দেশটি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (পিসিবি)।

সূচির মাধ্যমে দেখা যায় ব্যস্ততার শুরু হবে জুন মাসে রাওয়ালপিন্ডিতে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচেও ওডিআিই সিরিজ দিয়ে। এরপর জুলাইয়ে ২ টেস্ট ও ৩ ওডিআই খেলতে শ্রীলঙ্কা সফর করবে দলটি।যদিও আর্থিক সংকটে সিরিজ আয়োজন নিয়ে রয়েছে শংঙ্কা। তবে আশাবাদী পাকিস্তান।

আগস্টে বাবর আজমদের মোকবেলা করতে হবে নেদারল্যান্ডের সাথে। এরপর অংশ নিবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। যেখানে সেরা হওয়ার দৌড়ে হট ফেভারিট এবার দলটি।  সেপ্টেম্বরে সাত টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড জাতীয় দল।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর। সেই আসরে অংশগ্রহণ করার পর পাকিস্তানকে নিজেদের মাঠে সাদা পোষাকে মোকাবেলা করতে হবে ইংল্যান্ডের সাথে। সিরিজটি হবে ৩ ম্যাচের।

আরও পড়ুনঃ দলের স্বার্থে রুটের পথে হাটবেন কি মুমিনুল!

গত বছর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তার অজুহাতে সিরিজ শুরুর দিন সফর বাতিল করা নিউজিল্যান্ড চলতি বছরের শেষের দিকে অর্থ্যাৎ ডিসেম্বরে ২ টেস্ট ও ৩ ওডিআই খেলতে আরেকবার সফর করবে বাবর আজমদের দেশে।

২০২৩ সালের শুরুতে তিন টি-টুয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে উইন্ডিজ। একই বছরের ফেব্রুয়ারিতে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপ শেষে এপ্রিল মাসে আরেকবার পাকিস্তান সফরে আসবে কিউইরা। সেই সিরিজে ৫ ওডিআই ম্যাচের সাথে থাকবে পাঁচটি টিু-টুয়েন্টি।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷