ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উইজডেনের চোখে বিশ্বকাপের সেরা পাঁচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩ ১৪:৪২

দুইশ রানের সেই দুর্দান্ত ইনিংস ম্যাক্সওয়েলের। ফাইল ছবি দুইশ রানের সেই দুর্দান্ত ইনিংস ম্যাক্সওয়েলের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে অজিরা। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও থামেনি এর রেশ। এখনও চলছে বিশ্বকাপ ঘিরে আলোচনা। ৪৮ ম্যাচ ও দীর্ঘ দেড় মাসের ক্রিকেটের এই মহা যজ্ঞে বেশ কিছু ক্রিকেটার আলাদা করে কেড়েছে নজর। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য সেই দুইশ রান কিংবা ফাইনালে ট্রাভিস হেডের উড়ন্ত সেঞ্চুরি, কি না ছিল ভারত বিশ্বকাপে। 

এবার ‘ক্রিকেটের বাইবেল' খ্যাত ম্যাগাজিন উইজডেন তেমনই বিশ্বকাপের পাঁচটি সেরা ইনিংস নিয়েছেন বেছে। যেখানে ম্যাক্সওয়েল, হেডরা ছাড়াও রয়েছেন গুরবাজের মতো আফগান তারকা। এক নজরে দেখা যাক উইজডেনের চোখে বিশ্বকাপের সেরা ইনিংসগুলো:

১। গ্লেন ম্যাক্সওয়েল (১২৪ বলে অপরাজিত ২০১): আফগানিস্তানের বিপক্ষে মুম্বাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল যা করে দেখিয়েছিলেন সেটা ছিল রীতিমতো অবিশ্বাস্য কাণ্ড। প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেটে তাড়া করতে নেমে সেদিন একশ পার করার আগেই অজিরা হারায় ৭ উইকেট। এরপর গ্লেন ম্যাক্সওয়েল যা করে দেখালেন সেটা এ বিশ্বকাপ ত বটেই যুক্তিতর্কে বিশ্বকাপের ইতিহাসের সেরা ইনিংস হয়েই থাকবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েল সেদিন ২০১ রানের ইনিংস খেলে অজিদের এনে দিয়েছিলেন অবিশ্বাস্য এক জয়। 

২। ট্রাভিস হেড (১২০ বলে ১৩৭): একে তো ফাইনাল তার উপর বোর্ডে পঞ্চাশ তোলার আগেই দল হারিয়েছে ৩ উইকেট। আহমেদাবাদের প্রায় ১ লাখ ২০ হাজার ভারতীয় সমর্থকের গগনবিদারী চিৎকার, এমতাবস্থায় ২৪১ রানের টার্গেটও যন হিয়ে দাঁড়ায় তিনশ রানের৷ অথচ এতো সব চাপ যেন তুড়ি মেরেই উড়িয়ে দিলেন অজি ওপেনার ট্রাভিস হেড। চোখ ধাঁধানো সব বাউন্ডারিতে ভারতের থেকে একাই যেন ছিনিয়ে নিলেন বিশ্বকাপটা। হেডের সেই ১৩৭ রানের মহাকাব্যিক ইনিংসে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। 

৩। ডেভিড মিলার (১১৬ বলে ১০১): এর আগে একাধিকবারই বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু কখনোই ফাইনালে যাওয়া হয়নি দলটির। ভারত বিশ্বকাপে উড়ন্ত শুরুর পর অনেকেই ভেবে নিয়েছিল এবার হয়তো হতে যাচ্ছে অপেক্ষার অবসান। কিন্তু না! অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমি থেকেই বিদায় নিয়েছে প্রোটিয়ারা। দল হারলেও সে ম্যাচে নজর কাড়েন ডেভিড মিলার। দলের কঠিন সময়ে ব্যাট করতে নেমে তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। মিলারের ব্যাটেই ২১২ রানের লড়াই করার পুঁজি নিয়ে লড়াই করেই হারে দক্ষিণ আফ্রিকা। উইজডেনের চোখে মিলারের সেই ইনিংসটিও জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। 

৪। ফখর জামান (৮১ বলে অপরাজিত ১২৬): পাকিস্তান ওপেনার ফখর জামানের বিশ্বকাপ জার্নিটা ছিল অনেকটা রোলারকোস্টারের মতো। বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের শুরুর দিকেই বাদ পড়েছিলেন দল থেকে৷ এরপর দল যখন খাদের কিনারায় তখন ফের ফিরেন দলে। ফিরেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ভিন্ন এক ফখর জামানকে দেখেছে সবাই। সে ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ৪০০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল কিউইরা। সেই রান তাড়া রীতিমতো অসম্ভবই ছিল পাকিস্তানের জন্য৷ কিন্তু ইনিংসের শুরু থেকেই ঝড় তোলেন ফখর। দুর্দান্ত এক সেঞ্চুরিতে খেলেন ১২৬ রানের ইনিংস। এরপর বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২১ রানের জয় পায় পাকিস্তান। 

৫। রহমানুল্লাহ গুরবাজ (৫৭ বলে ৮০): এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখিয়েছিল আফগানিস্তান। টুর্নামেন্টের শেষ পর্যন্ত সেমির লড়াইয়ে থাকা হারিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলকেও। ইংল্যান্ডের বিপক্ষে গুরবাজ খেলেছিলেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতেই লড়াই করার পুঁজি পায় আফগানিস্তান। এরপর আফগান স্পিনারদের তোপে খেই হারিয়ে ম্যাচটাই হেরে বসে ইংল্যান্ড। উইজডেনের চোখে গুরবাজের এই ইনিংসটিও জায়গা পেয়েছে সেরা পাঁচে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।