ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

এখন শুধু শেষ কাজটা বাকি: রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ০৯:৩২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ২০১১ বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত। ঘরের মাঠে টানা দশ জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দলটির সামনে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও মনে করেন, এখন শুধু শেষের কাজটা করা বাকি। 

 

ফাইনালের আগের দিন রোহিত বলেছেন, 'বিশ্বকাপ জিতলে ভালোই লাগবে। কারণ এর জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা রোমাঞ্চিত হতে চাই না, খুব বেশি চাপও অনুভব করতে চাই না। এয়ারপোর্টে সবসময়ই শুনতে হয়েছে আমাকে বিশ্বকাপ জিততে হবে। একে ২০০ রান করতে হবে, ওকে পাঁচ উইকেট নিতে হবে। তাই এমন কথা সবসময়ই কানে বাজে। আমি দেখেছি যে কয়েকজন এর থেকে নিজেকে দূরে রাখতে কানে হেডফোন ব্যবহার করে। তবে এখন পর্যন্ত আমরা আমাদের যাত্রাটা উপভোগ করেছি, কেবল শেষ কাজটা বাকি।'

রোহিত নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, 'বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে আমার পরিকল্পনা ছিল এমন ধরনের ক্রিকেট খেলার। জানতাম না সেটা কাজে দেবে কি না। কিছুটা স্বাধীনতা নিয়ে খেলে নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম আমি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমি আমার খেলার ধরনে পরিবর্তন আনি এবং সিনিয়র খেলোয়াড়রা এটাই করে। নিজের কৌশলে পরিবর্তন এনেছি। '

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।