ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

কষ্টার্জিত জয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ২২:২৪

হারল দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ হারল দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই রেকর্ড অষ্টম বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ ছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে। অন্য দিকে চোকার্স তকমা মোছার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনেও। বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বৃষ্টি শঙ্কা মাথায় রেখেই কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল এই দু'দল। 

টস জিতে এদিন আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ব্যাটারটা অজি বোলারদের সামনে অসহায় আত্নসমর্পণই করেছে। বাকিদের উইকেট বিলিয়ে আসার দিনে দলের হয়ে একাই লড়াই করেন ডেভিড মিলার। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতেই ২১২ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করার দক্ষিণ আফ্রিকা। 

জবাব দিতে নেমে ট্রাভিস হেড ও ওয়ার্নারের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপরেই দাপট দেখায় প্রোটিয়া বোলাররা। তাতেই জমে উঠে ম্যাচ। স্রোতের বিপরীতে হাফ সেঞ্চুরি তুলে নেন হেড। কিন্তু ইনিংস করতে পারেননি লম্বা। শেষ পর্যন্ত জমে যাওয়া ম্যাচে ৩ উইকেটের কষ্টার্জিত জয় পায় অস্ট্রেলিয়া। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।