ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩ ১০:৫০

টস হারলেন শান্ত। গেটি ইমেজ টস হারলেন শান্ত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই অনেকটা নিয়মরক্ষার ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগাররা। যদিও ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার বললেও ভুল হবে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশিই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

পুনেতে নিজেদের শেষ ম্যাচে ইনজুরির কারণে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তাই প্যাট কামিন্স এর সঙ্গে টস করেছেন নাজমুল শান্ত। যদিও টস ভাগ্যটা সহায় হয়নি তার। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশের শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আসবে তা ছিল অনুমেয়ই। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। এছাড়া বাদ পড়েছেন দুই পেসার তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। এই দু'জনের পরিবর্তে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী। 

আগেই সেমির টিকিট কাটা অস্ট্রেলিয়ার একাদশেও এসেছে দুইটি পরিবর্তন। ফিরেছেন স্টিভেন স্মিথ ও শন অ্যাবট। অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে। আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম,  তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, জশ ইঙ্গলিস, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।