ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লঙ্কান ক্রিকেটকে স্থগিত করল আইসিসি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ২১:৪৬

নিষিদ্ধ হলো শ্রীলঙ্কা। গেটি ইমেজ নিষিদ্ধ হলো শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সময়টা এমনিতেই খুব একটা সুখের যাচ্ছে না শ্রীলঙ্কার। ভারতে অনুষ্ঠেয় দশ দলের বিশ্বকাপে সবার আগেই বাড়ি পথ ধরেছে দলটি। বিশ্বকাপে দলের এমন ভরাডুবির পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সব সদস্যকেই বরখাস্ত করেছিল দেশটির ক্রীড়ামন্ত্রী। যদিও একদিনের ব্যবধানেই লঙ্কান আদালত পুনরায় স্বপদে পুর্নবহাল করেছিল।

এদিকে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরতে না ফিরতেই বড় ধাক্কা খেয়েছে লঙ্কান ক্রিকেট। বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটকে স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক বিবৃতিতে শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় আইসিসির পক্ষ থেকে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান এবং প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।