ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লঙ্কানদের হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ২০:৩৪

দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। গেটি ইমেজ দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টানা চার হারে সেমিফাইনালে খেলাই কঠিন হয়ে পড়েছিল নিউজিল্যান্ডের। বাঁচা মরার ম্যাচে তাই লঙ্কানদের বড় ব্যবধানে হারাতেই হতো কিউইদের। এমন ম্যাচে অর্ধেক কাজটা করে দেন কিউই বোলাররা। এরপর কনওয়ে, রাচিনদের ব্যাটে চড়ে বড় জয়ে সেমিতে এক পা দিয়েই রাখল কেন উইলিয়ামসনের দল।

ব্যাঙ্গালোরে এদিন আগে ব্যাট করে, কিউই বোলারদের তোপে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও রাচিন রাবিন্দ্রর ব্যাটে চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ১৬০ বল হাতে রেখেই টপকে যায় কিউইরা।

১৭২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ড এর উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্র। উদ্বোধনী জুটিতে এই দু'জন বড় জয়ের পথটা দেন বাতলে। পাওয়ার প্লে'র শুরুর দশ ওভারেই এই দু'জন তুলে ফেলেন ৭৩ রান৷ এরপরেই দুই ওপেনার ফিরেন সাজঘরে। 

ফেরার আগে ৯ চারে কনওয়ে করেন ৪৫ রান। অন্য দিকে তিনটি করে চার ও ছক্কায় রাচিন রবীন্দ্র করেন ৪২ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনও ফিরে যান দ্রুত। তবে নেমেই শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন ড্যারিল মিচেল। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ড। দলকে জয়ের বন্দরে রেখেই ফিরে যান মিচেল। ফেরার আগে ৫ চার ও ২ ছক্কায় মিচেল করেন ৪৩ রান।

শেষ পর্যন্ত ৫ উইকেট ও ১৬০ বল হাতে রেখেই বড় জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ফলে সেমিফাইনালে খেলতে পাকিস্তান ও আফগানিস্তানকে মেলাতে হবে অসম্ভব এক সমীকরণ। 

এর আগে ব্যাট করে কিউই বোলারদের তোপে ১৭১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৯ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন কুশল পেরেরা। এছাড়া মহেশ থিকসিনা করেন ৩৮ রান। নিউজিল্যান্ডের পক্ষে একাই ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২ উইকেট করে নেন মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন ও রাচিন রবিন্দ্র। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।