ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

আমি কখনো একটি দলকে এতটা নিচে নামতে দেখিনি: ম্যাথিউস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩ ১৩:৩৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বড় আলোচনায় ‘টাইম আউট’। ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন ঘটনার স্বাক্ষী হলো বিশ্ব। এই আউট কোনভাবেই মেনে নিতে পারেননি লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চাপা ক্ষোভ করেছেন প্রকাশ। বাংলাদেশ দল সম্পর্কে বলেছেন, এত নিচে নামতে দেখিনি কোন দলকে। 

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, ‘আসলে আজকের আগ পর্যন্ত আমার সাকিবের প্রতি এবং বাংলাদেশ দলের প্রতি অনেক সম্মান ছিল। আমরা সবাই জেতার জন্যই খেলি। যদি এমন হত যে এটি নিয়মের মধ্যে তাহলে কোনো সমস্যা ছিল না। নিয়মে বলা আছে আমাকে ২ মিনিটের মধ্যে ক্রিজে যেতে হবে। আমাদের কাছে ভিডিওসহ প্রমাণ আছে। আমি কেবল এসেই এখানে কথা বলছি না। আমাদের কাছে প্রমাণ আছে। আমার হেলমেট ভাঙার পরেও আরও ৫ সেকেন্ড সময় বাকি ছিল। এখন কি আমি হেলমেট ছাড়াই গার্ড নেব? আমরা তো ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারে কথা বলি তাই না? এখানে পুরোটাই কমনসেন্সের ব্যাপার। আম্পায়াররাও এখানে আরও দায়িত্বশীল হয়ে ঘটনাটা চেক করে দেখতে পারতেন।’

আম্পায়ারের সিদ্ধান্তেই মূলত আউট হয়েছেন ম্যাথিউস। তবে সেই সিদ্ধান্তকে ভুল বলছেন ম্যাথিউস। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাথিউস বলেন, ‘আমার মতে, হ্যাঁ। কারণ আমি ভুল কিছু করিনি। এটা কার দোষ? এখানে বিষয়টি টেকনিক্যাল। যা নিয়ে আলোচনা করা দরকার ছিল। এটি বিশ্বকাপের ম্যাচ। যদি শেষ উইকেটে এটি ঘটত যখন আপনার ৩-৪ রান দরকার ছিল (তখন কী হত?)। আমি তো সময় নষ্ট করিনি, কোনো বাড়তি সুবিধাও নিতে চাইনি। এটি ছিল যান্ত্রিক ত্রুটি। যা আমার ক্যারিয়ারে প্রথমবার ঘটল। আমি খুবই অবাক। আমি বলছি না যে আমি থাকলে ম্যাচ জিতে যেতাম। তবে সময়টা গুরুত্বপূর্ণ ছিল। হয়ত আমরা আরও বেশি রানও করতে পারতাম। আপনি আগে থেকেই কিছু বলতে পারবেন না তাই না?’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।