ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আসালাঙ্কার শতকে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩ ১৮:২৩

আঁটোসাঁটো বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। গেটি ইমেজ আঁটোসাঁটো বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে যায় বাংলাদেশ। অন্য দিকে কাগজে-কলমে রেসে থাকলেও সেমির স্বপ্নটা শ্রীলঙ্কারও ছিল খুব ক্ষীণ। কার্যত বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটা নিয়মরক্ষার হলেও, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে ম্যাচটি দু'দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। 

দিল্লির ব্যাটিং স্বর্গে এদিন টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লঙ্কানরা দ্রুতই তুলতে থাকেন রান। তবে কেউই এদিন বড় ইনিংস খেলতে হয়েছেন ব্যর্থ। বাকিদের এমন দিনে লঙ্কানদের হয়ে একাই লড়াই করেন চারিত্রা আসালাঙ্কা। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তাতেই সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রানে থেমেছে শ্রীলঙ্কা। আসরে দ্বিতীয় জয়ের দেখা পেতে বাংলাদেশকে করতে হবে ২৮০ রান।

দিল্লিতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচে ফিরে যান লঙ্কান ওপেনার কুশল পেরেরা। এরপর টাইগার তারকা পেসার তাসকিন আহমেদ খানিকটা ছেপে ধরেন লঙ্কানদের। তবে অন্যপ্রান্তে দ্রুতই রান তুলে রানের চাকা সচল রাখেন প্রাথুম নিশাঙ্কা। শুরু থেকেই খুব একটা সুবিধা করতে না পারা লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ফিরেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের শিকার হয়ে। 

মেন্ডিসের বিদায়ের পর তানজিম সাকিব ফেরান ঝড় তোলা নিশাঙ্কাকে। ফেরার আগে ৮ চারে এই ওপেনার করেন ৪১ রান। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন সাদিরা সামারাবিক্রমা ও চারিত্রা আসালাঙ্কা। এই দু'জনের ব্যাটে বড় সংগ্রহের পথে থাকে শ্রীলঙ্কা। এই দু'জনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোটে দলীয় একশ পার করে লঙ্কানরা।

সাদিরা সামারাবিক্রমা ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। ফেরার আগে সাদিরা করেন ৪ চারে ৪১ রান। এরপর ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এক অদ্ভূতুরে আউটের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেন টাইম আউট হয়ে। এই নিয়ে খানিকটা উত্তেজনাও ছড়ায় মাঠে।

ষষ্ঠ উইকেট জুটিতে লঙ্কানদের হাল ধরেন চারিত্রা আসালাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা। হাফ সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকে হাটেন আসালাঙ্কা। ষষ্ঠ উইকেট জুটিতে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই দলীয় দুইশ পার করে শ্রীলঙ্কা। ৪ চার ও ১ ছক্কায় সিলভার বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন আসালাঙ্কা। 

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ৬ চার ও ৫ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করেন চারিত্রা আসালাঙ্কা। এছাড়া মহেষ থিকসিনার ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব নেন ৩ উইকেট। সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।