ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

তিন সেঞ্চুরিতে সবার সেরা রাচিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ১২:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে আলো ছড়ালেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিন শতকে লন্ডভন্ড করলেন ইতিহাসের পাতা। কেননা রবীন্দ্রের আগে তামাম ক্রিকেট দুনিয়ার কেউ অভিষেক বিশ্বকাপে তিনটি শতক করতে পারেননি। 

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শতক। এরপরই অস্ট্রেলিয়া আর সবশেষ পাকিস্তানের বিপক্ষে শতক পেয়েছেন রবীন্দ্র। 

তিন সেঞ্চুরি করে রাচিন টপকে যান কেন উইলিয়ামসন (২০১৯ সাল), মার্টিন গাপটিল (২০১৫ সাল) ও গ্লেন টার্নারকে (১৯৭৫ সাল)। তারা প্রত্যেকেই বিশ্বকাপের একটি সংস্করণে দুটি করে শতরান হাঁকিয়েছিলেন। রাচিন বিশ্বকাপে দুই সেঞ্চুরি করা কিউইদের ৬ ব্যাটারকেও পেছনে ফেলেছেন। নাথান অ্যাস্টলে, স্টিফেন ফ্লেমিং, মার্টিন গাপটিল, স্কট স্টাইরিস, গ্লেন টার্নার ও কেন উইলিয়ামসন; তারা প্রত্যেকেই বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি করেছিলেন।

নিজের খেলা প্রথম আসরে পাঁচ শতাধিক রানের মাইলফলকও স্পর্শ করেছেন রবীন্দ্র। নিউজিল্যান্ডের হয়ে এক বিশ্বকাপে ৫০০ রান করা তৃতীয় ব্যাটার তিনি। 

তাঁর আগে আছেন মার্টিন গাপটিল (২০১৫ বিশ্বকাপে ৫৪৭ রান) এবং কেন উইলিয়ামসন (২০১৯ বিশ্বকাপে ৫৭৮ রান)। 

এ ছাড়া বয়স ২৪ হওয়ার আগে বিশ্বকাপে সেঞ্চুরির দিক থেকে শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন তিনি। গতকাল তাঁর বয়স ছিল ২৩ বছর ৩৫১ দিন। এর আগে সর্বনিম্ন ২২ বছর ৩১৩ ‍দিন বয়সে ভারতীয় কিংবদন্তি দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন। রাচিনের সামনে সুযোগ আছে এই সংখ্যাটা আরও বাড়ানোর। কারণ তাঁর ২৪ বছর পূর্ণ হবে ১৮ নভেম্বর।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।