ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বোর্ডের বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১১:৩২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য বোর্ডকে দায়ী করছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে ‘বাংলাদেশ’ ক্রিকেট সংশ্লিষ্টদের কারণেই ডুবছে মন্তব্য করেছেন তিনি। 

 

ইরফান পাঠান বলেন, ‘আমি সব সময় বলি— বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। এই দলে অবশ্যই তামিম থাকা দরকার ছিল।’

 

 

চলতি বিশ্বকাপে ৭ ম্যাচের মাত্র ১ টিতে জিতেছে বাংলাদেশ। আর এতেই ২০২৫ সালের আইসিসি ট্রফি খেলতে না পারার এক শঙ্কা কাজ করছে। কেননা পরের দুই ম্যাচই জিততে না পারলে খেলতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।