ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আমি পেসারদের মানসিকতায় বদল এনেছি: ডোনাল্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩ ১৯:৫৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে অ্যালান ডোনাল্ড বড় হয়ে থাকবে। ‘স্পিন বোলারের দেশে স্বাগতম’ তাসকিন-মুস্তাফিজদের দায়িত্ব নিতে বাংলাদেশ আসার পর এমন কথা শুনেছিলেন ডোনাল্ড। দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন বাংলাদেশ পেস ইউনিটকে। এই বদলের জন্য তিনি পেসারদের মানসিকতায় পরিবর্তন এনেছেন বলে জানান। 

পেস বোলিং কোচ হয়ে বাংলাদেশে আসার পর সংস্কৃতি পরিবর্তন করাটা এতটা সহজ ছিল না অ্যালান ডোনাল্ডের জন্য। কিন্তু সেই অসাধ্যই যেন সাধন করেছেন সাউথ আফ্রিকার এই কিংবদন্তি পেসার। এবার আইসিসির বার্তায় নিজেই জানিয়েছেন, বাংলাদশের পেসারদের মানদিকতায় বদল এনেছেন তিনি।

আইসিসির ভিডিও ডোনাল্ড বলেন , 'বাংলাদেশের পেসারদের ভালো উন্নতি হয়েছে। এক এক জনের সঙ্গে আমার আলাদা আলোচনায় অথবা দলগত আলোচনায় যা বুঝেছি তাদের (পেসারদের) সেভাবে মূল্যায়ন করা হয়নি। তাই আমাকেই মানসিকতায় বদল আনতে হয়েছে। আমি বলেছি, ফ্ল্যাট উইকেটেই সবসময় খেলতে হবে এবং সব জায়গায় খেলতে হবে। বিশ্বের সব দেশের বোলারদের মানসিকতাই একইরকম। আমাদের কোনো এক্সপ্রেস পেস বোলার নেই। তবে আমাদের অনেক দক্ষ বোলার আছে। আমি তাদের একইভাবে ভাবতে শিখিয়েছি এবং আগ্রাসী মনোভাব নিয়ে বোলিং করতে বলেছি।'


ডোনাল্ড আরও বলেন, 'আমি যখন ঢাকার মিরপুরে প্রথমবার আসি, তখন সবাই বলেছে স্পিন বোলারের দেশে স্বাগতম। মাঝে মধ্যে আমরা চার স্পিনারও খেলিয়েছি। সঙ্গে দুই স্পিনার। সেখানে আমরা এভাবেই ম্যাচ জিততাম। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, বাংলাদেশ যদি দেশের বাইরে জিততে চায়; দেশের বাইরে সবসময়ই ভালো উইকেটে খেলা হয়। ওইসব উইকেট অনেক সময় স্পিন বান্ধব হয় না, যেখানে আমাদের খেলা হয়। এরপর সব পরিবর্তন হতে থাকে। পেসাররা ম্যাচ শুরু করে, পরে দুয়েকজন স্পিনার আসে।'

 

বাংলাদেশ দলে এখন পাঁচজন অসাধারণ পেস বোলার রয়েছে। যারা নিজেদের দিনে একাই হারিয়ে দিতে পারে প্রতিপক্ষকে। 

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।