ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তান ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩ ১৮:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে বাংলাদেশের হারানোর কিছুই নেই। তবে শেষ তিন ম্যাচের দুইটিতে জয় না পেলে বড় ব্যর্থতায় পড়বে দল। কেননা সেরা সাতে থাকতে না পারলে অংশ নেওয়া হবে না ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে। 

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আগামীকাল এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বাবর আজমদের। 

৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের ৯ম পজিশনে রয়েছে টাইগাররা। নিজেদের শেষ তিন ম্যাচে পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ভালো পজিশনে থেকে আসর শেষ করতে চায় টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও হারিস রউফ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।