ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

রিয়াদের শতকে ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ ১০:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আইসিসি সুপার লিগে সেরা তিনে ছিল বাংলাদেশ। ভালো অবস্থানে থাকায় সেমিফাইনাল খেলার বাড়তি আত্মবিশ্বাস ছিল সকলের মধ্যে। তবে যুগান্তকারী চিন্তায় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজম্যান্ট। 

দ্বিপাক্ষীয় সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপ, এরপর একই কাজ করা হচ্ছে বিশ্বকাপ মঞ্চে। যার সমালোচনা হচ্ছিল ভালোভাবেই। একই সাথে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা জন্ম দিয়েছিল আলোচনার। একই সাথে পাবলিক চাহিদা চাপের সৃষ্টি করেছিল ম্যানেজম্যান্টের মনে। তাইতো নাম্বার আট থেকে ছয়ে খেলার সুযোগ পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

সুযোগ কাজে লাগিয়ে করে বসলেন শতক। আর এতেই বছর পাঁচেক পিছিয়ে পড়লো বাংলাদেশ ক্রিকেট। কিন্তু কেন?

বাঙালীরা সমর্থকরা অল্পতে ভুলে যায় অনেক কিছু। পুরো দেশ এখন ব্যস্ত রিয়াদকে অভিনন্দন জানাতে। রিয়াদের এক শতকেই চাপা পড়লো বাকিদের ব্যর্থতা। ম্যাচ পরবর্তী আলোচনায় সাকিব যেমন জানালেন, আমাদের ব্যাটারদের দায়িত্বশীল হতে হবে। অথচ সাকিব নিজেই করেছেন এক রান। 

সবাই রিয়াদ ইস্যুতে ব্যস্ত। আগের ভুল শুধরে নেওয়ার মানসিকতায় খেলোয়াড় কিংবা বোর্ড কেউ যে নেই। তা বলা যেতেই পারে। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।