ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩ ১২:২৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে ইতমধ্যে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ হারলে বিশ্বকাপ যাত্রা একপ্রকার আনুষ্ঠানিকতায় পরিণত হবে সাকিবদের জন্য। কেননা আগের চার ম্যাচে জয় সংখ্যা মাত্র ২। 

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে ২২৯ রানে। 


ওয়ানডে পরিসংখ্যানে যদিও দক্ষিণ আফ্রিকা থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে সাম্প্রতিক তাদের বিপক্ষে ফর্ম নিয়ে আশার আলো দেখতেই পারে টাইগাররা। বিশ্বকাপ পরিসংখ্যানে এই দুই দলের চার দেখায় দুইটি করে জয় রয়েছে দুই দলের। ফলে আজকের ম্যাচে যে দল জিতবে তারাই বিশ্বকাপে এগিয়ে যাবে।


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হ্রদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।