ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

যে সমীকরণে সেমিফাইনাল যেতে পারে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১৬:২৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এমন প্রশ্নের জবাবে অধিকাংশই বলবে পাগল হয়েছেন। তবে বাস্তবতা বলছে এখনও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার। এজন্য অবশ্য কঠিন পথ পাড়ি দিতে হবে সাকিব বাহিনীকে। 

 

পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান নাম্বার ছয়ে। চার ম্যাচে সাকিবদের জয় মাত্র ১টিতে। স্বস্তি মূলত অন্য জায়গায়। কেননা চার ও পাঁচে থাকা অস্ট্রেলিয়া এবং পাকিস্তান জয় পেয়েছে দুইটি করে। তাদের নেট রান রেটও রয়েছে মাইনাস ফর্মূলায়। 

বাংলাদেশের বর্তমান নেট রানরেট -০.৭৮৪। সেমিফাইনাল খেলতে তাই বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশকে। এখন প্রশ্ন বাকি সব ম্যাচ কি জিততে পারবে পাকিস্তান। এবার উত্তরটা হতে পারে না। কেননা সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত দল। 

বাংলাদেশের দলের চার ম্যাচের পারফরম্যান্স মোটেও সুখকর নয়। আফগানিস্তান ম্যাচ বাদ দিলেও স্বস্তির নেই কিছুই। এছাড়াও সাকিব-তাসকিনের ইনজুরি বাড়তি চিন্তার কারন। সবমিলিয়ে সেমিফাইনাল খেলার আশা কেবল মাত্র খাতা কলমেই। বাস্তবতা বলছে বাংলাদেশের এক পা ফিরেছে মিরপুরে। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।