ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১৯:৩২

জিতল শ্রীলঙ্কা। গেটি ইমেজ জিতল শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টানা তিন হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অবশেষে চর্তুথ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে কুশল মেন্ডিসের দল। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া ডাচদের হারিয়েছে তারা।

লক্ষ্ণৌতে এদিন আগে ব্যাট করে লোয়ার অর্ডারের দৃঢ়তায় ২৬২ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ডস। জবাবে সাদিরা সামারাবিক্রমা, প্রাথুম নিশাঙ্কার ব্যাটে চড়ে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখেই আসরে প্রথম জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। 

২৬৩ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন প্রাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। এই দু'জনের ব্যাটে চড়ে লড়াইয়ে ফিরেন শ্রীলঙ্কা। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই লঙ্কানরা পেরোয় দলীয় শতরানের গণ্ডি। 

হাফ সেঞ্চুরি তুলে নেন প্রাথুম নিশাঙ্কা। এরপরেই সাজঘরে ফিরেন এই ওপেনার। ফেরার আগে ৯ চারে নিশাঙ্কার ব্যাট থেকে আসে ৫৪ রান। এরপর চারিত্র আসালাঙ্কার সঙ্গে জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা। এই দু'জনের ব্যাটে আসরে প্রথম জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। হাফ সেঞ্চুরি তুলে নেন সাদিরা সামারাবিক্রমা। চর্তুথ উইকেট জুটিতে এই দু'জন যোগ করেন ৭৭ রান।

২ চার ও ১ ছক্কায় আসালাঙ্কার বিদায়ে ভাঙে এই জুটি। এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন সাদিরা সামারাবিক্রমা। কিন্তু দলকে জয়ের বন্দরে রেখেই ৩০ রানে ফিরেন ডি সিলভা। শেষ পর্যন্ত ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৭ চারে ৯১ রানে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত নেন ৩ উইকেট। 

এর আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ৪ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। এছাড়া ১টি করে চার ও ছক্কায় লোগ্যান ভ্যান বিক করেন ৫৯ রান। কলিন অ্যাকারম্যানের ব্যাট থেকে আসে ২৯ রান। শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট করে নেন দিলশান মাধুশাঙ্কা ও কাসুন রাজিথা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।