ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাগ্য বদলের আশায় লঙ্কা দলে ম্যাথিউস ও চামিরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩ ২৩:২৫

অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দুশমান্থ চামিরা। ফাইল ছবি অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দুশমান্থ চামিরা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এশিয়া কাপে যেখানে শেষ করেছিল শ্রীলঙ্কা, বিশ্বকাপটাও ঠিক সেখান থেকেই যেন শুরু করেছে তারা৷ প্রথম তিন ম্যাচে হারের পর এক প্রকার টূর্ণামেন্ট থেকে ছিটকে গেছে দলটি৷ ছিটে ফোঁটা যে সম্ভাবনা রয়েছে সেটি কাজে লাগাতেই দলের সাথে যুক্ত করা হচ্ছে দুজন ক্রিকেটারকে৷ 

অ্যাঞ্জেলো ম্যাথিউস ও পেস বোলার দুশমান্থ চামিরাকে দলে যুক্ত করেছে শ্রীলঙ্কা৷ 

আগামী ২১ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা৷ দাসুন শানাকার পরিবর্তে যথারীতি এ ম্যাচেও নেতৃত্ব দিবেন কুশল মেন্ডিস৷

ম্যাথিউস জাতীয় দলের হয়ে খেলেছেন ২২১টি। ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরিতে করেছেন ৫ হাজার ৮৬৫ রান। বল হাতে তুলে নিয়েছেন ১২০ উইকেট। 

অপরদিতে ৩১ বছর বয়সী পেসার চামিরা খেলেছেন ৪৪ ওয়ানডে। বল হাতে নিয়েছেন ৫০ উইকেট৷

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।