ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

দীর্ঘ ‘২৫’ বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩ ১১:২৮

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বেশ ক'বছর ধরেই ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ান। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই একটা বাড়তি উত্তাপ দুইদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্মের বিচারে ভারত ঢের এগিয়ে বাংলাদেশের থেকে। তার চাইতে ঘরের মাঠে নিজ দেশের দর্শকদের সামনে হলে তো কথাই নেই। যদিও দু'দলের শেষ চার বারের দেখায় তিনটিতেই জয় পেয়েছে টিম টাইগার্স। 

ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে মোট ৪০ বার। যেখানে ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ৮ ম্যাচে! একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ১৯৮৮ সালে প্রথমবার ভারতের বিপক্ষে খেলেছিল টাইগাররা। সেবার ঘরের মাঠ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ভারতকে আতিথ্য দেয় বাংলাদেশ। তবে ভারতের মাটিতে তাদের মাটিতে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলে ১৯৯০ সালে। 

এদিকে অবাক করা সত্য হচ্ছে, গত ২৫ বছর ভারতের মাটিতে তাদের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায়নি টাইগাররা। প্রথমবার ১৯৯০ সালে চন্ডিগড়ে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার পর, সর্বশেষ ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজে দুবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এরপর একাধিকবার ভারত সফর করলেও, টি-টোয়েন্টি কিংবা টেস্ট খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে।

অবশেষে দীর্ঘ ২৫ বছর অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। পুনেতে ‘স্বাগতিক’ ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নামছে বাংলাদেশ। তিন জয়ে বিশ্বকাপ আসর শুরু করে ভারত যেখানে উড়ছে, সেখানে সমান ম্যাচ খেলে বাংলাদেশের জয় কেবল একটিতে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।