ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তান আর বাবর নির্ভর নয়: গাভাস্কার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ১১:৩৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে উড়ছে পাকিস্তান। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে দ্বিতীয় ম্যাচে। পাকিস্তানের এমন সাফল্যের সময় ব্যাট হাতে মলিন অধিনায়ক বাবর আজম। 

 

নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে বাবর করেছেন ১০ রান। দুই ম্যাচে ১৫ রান করা বাবরের প্রতি পাকিস্তান আর নির্ভর নয় বলে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। 

গাভাস্কার বলেন, 'যখন আপনি ৩৫০ রান তাড়া করছেন তখন অনেক কিছুর প্রয়োজন থাকে। যদিও তারা দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল এই ম্যাচে। আমি সবকিছুর ঊর্ধে থেকে বলতে চাই আমরা জানি রিজওয়ান কি করতে পারে। কিন্তু আব্দুল্লাহ শফিক, সে দেখতে টেস্ট ব্যাটসম্যানের মতো। সে যেভাবে রিজওয়ানকে নিয়ে ইনিংস বড় করেছে এটা দুর্দান্ত।'

 

তার ভাষ্য, 'পাকিস্তান বুঝে গেছে বাবরের ওপর এখন নির্ভর করতে হবে না। যদি বাবর ব্যর্থ হয় তাহলে অন্য ব্যাটার আছে যাদের রান করতে হবে। আমি মনে করি এটা বাবরের জন্যও গুরুত্বপূর্ণ। সব সময় রান করার জন্য তার ওপর চাপ থাকবে না।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।