ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

হেসেখেলেই আফগানদের উড়িয়ে দিল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ২২:১৯

বড় জয় পেয়েছে ভারত। গেটি ইমেজ বড় জয় পেয়েছে ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের করা ২৭৩ রান ভারতের জন্য ছিল খানিকটা চ্যালেঞ্জিংই বটে। তবে দিল্লিতে আফগানদের সেই রান তুলি মেরেই যেন উড়িয়ে দিলেন রোহিত-কোহলিরা। তাতেই নূন্যতম লড়াই করা ছাড়াই চলতি বিশ্বকাপে দ্বিতীয় হারের স্বাদ পেল আফগানিস্তান। 

দিল্লিতে এদিন আগে ব্যাট করে হাশমতউল্লাহ ও ওমরজাইয়ের হাফ সেঞ্চুরিতে ২৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। জবাবে অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো সেঞ্চুরি ভারতের কাজটা করে দেয় সহজ। এরপর বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট ও ৯০ বল হাতে রেখেই বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত।

২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। আফগান বোলারদের পাড়ার বোলার বানিয়ে মাত্র ৬ ওভারেই ভারত পার করে দলীয় পঞ্চাশ রানের গণ্ডি। ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। এরপরও থামেনি রোহিত তাণ্ডব। ইনিংসের প্রথম দশ ওভারেই বিনা উইকেটে ভারত তুলে ফেলে ৯৪ রান। 

রোহিতকে দারুণ সঙ্গ দেওয়া ইশান কিষানের ব্যাটও এদিন হেসেছে। আফগান বোলারদের পিটিয়ে এদিন মাত্র ৬৩ বলেই সেঞ্চুরির দেখা পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে ইশানকে নিয়ে রোহিত যোগ করেন ১৫৬ রান। ৫ চার ও ২ ছক্কায় ইশানের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর রোহিতকে সঙ্গ দেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন যোগ করেন ৪৯ রান। ১৬ চার ও ৫ ছক্কায় ১৩১ রান করা রোহিত ফিরলে দলীয় দুইশ পার করে ভারত হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। 

ভারতের দুই ওপেনারকেই এদিন ফেরান রশিদ খান। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে বাকি কাজটা সারেন বিরাট কোহলি। অবশ্য দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেওয়ার আগেই বিরাট কোহলি তুলে নেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮ উইকেট ও ৯০ বল হাতে রেখে বড় জয় পায় ভারত। ৬ চারে ৫৫ রানে অপরাজিত থাকেন কোহলি। ১টি করে চার ও ছক্কায় শ্রেয়াস আইয়ার করেন ২৫ রান।

এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ৮ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। এছাড়া ২ চার ও ৪ ছক্কায় আজমতউল্লাহ ওমরজাই করেন ৬২ রান। ভারতের পক্ষে একাই ৪ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেট শিকার হার্দিক পান্ডিয়ার। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।