ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল আফগানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১৪:৩০

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। গেটি ইমেজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক ভারত। অজিদের ১৯৯ রানে আটকে দিয়েও চাপে পড়া ভারত জয় পায় বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আফগানিস্তানের।

ভারতের যেখানে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার চ্যালেঞ্জ, ঠিক তখন আফগানিস্তানের জন্য ম্যাচটা অনেকটা ঘুরে দাঁড়ানোর। দিল্লিতে তাই অনেকটা ভিন্ন মেরুতে অবস্থান করেই মাঠে নামছে ভারত ও আফগানিস্তান। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস ভাগ্য সহায় হয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীর। আর টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। অর্থাৎ দিল্লিতে আগে বোলিং করবে ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিতম বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন-উল হক।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।