ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপে দ্রুততম পাঁচ সেঞ্চুরি

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩ ১১:০৭

এইডেন মার্করাম। ছবি সংগৃহীত এইডেন মার্করাম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেট দুনিয়াটা এখন টি-টোয়েন্টির দখলে। চার-ছক্কা ছাড়া এখনও টেস্টটাও আর জমে না। ওয়ানডে ক্রিকেটও হুমকির মুখে। এত এত অনিশ্চয়তার মধ্যেই শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। শুরুর তৃতীয় দিনে রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। 

ওয়ানডে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান (৪২৮) করেছে দলটি। এদিন আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম করেছেন দ্রুততম সেঞ্চুরি। 

একনজরে ওয়ানডে বিশ্বকাপে পাঁচ দ্রুততম সেঞ্চুরি। 

এইডেন মার্করাম (২০২৩)-

এইডেন মার্করাম

শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি আর সবমিলিয়ে ৫৪ বলে ১০৬ রান। রেকর্ডময় এই ইনিংস তিনি সাজিয়েছেন ১৪ চার ও ৩ ছয়ে। 

 

কেভিন ও’ব্রায়েন (২০১১)-

ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে ৫০ বলেই শতক হাঁকিয়েছিলেন আয়ারল্যান্ড ব্যাটার কেভিন ও’ব্রায়েন। ব্যক্তিগত ইনিংসটি ছিল ৬৩ বলে ১২৩ রানের। তার এমন ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে জয়ের ইতিহাস গড়ে আইরিশরা। এখন পর্যন্ত এটিই ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। 

 

গ্লেন ম্যাক্সওয়েল (২০১৫)-

শ্রীলঙ্কার বিপক্ষে সিডনিতে ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সবমিলিয়ে ম্যাক্সওয়েলের ইনিংসটি ছিল ৫৩ বলে ১০২ রানের। 

 

এবি ডি ভিলিয়ার্স (২০১৫)-

ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনকে রীতিমত পাগল করে দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৫২ বলে শতক স্পর্শ করেছিলেন শতক। পরের ১২ বলে পৌঁছে যান ১৫০ রানে। বিশ্বকাপে দ্রুত তম দেড়’শ এই ব্যাটারের। শেষ পর্যন্ত ৬৬ বলে ১৬২ রান জমা হয় ব্যক্তিগত সংগ্রহে। 

 

ইয়ন মরগান (২০১৯)-

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। আফগানিস্তানের বিপক্ষে হাঁকিয়েছিলেন ১৭টি ছয়। শুধু ওয়ানডে বিশ্বকাপ নয়, ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। ৫৭ বলে শতক করেছিলেন তিনি। শেষ পর্যন্ত সংগ্রহ ছিল ৭১ বলে ১৪৮ রান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।