ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

শুধু তামিম নয়, ফারুকীকে সম্মান জানাচ্ছে স্বয়ং হাথুরু

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১৫:২৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আফগানিস্তান পেসার ফজল হক ফারুকীর বিপক্ষে স্বস্তিতে থাকতেন না তামিম ইকবাল। পরিস্থিতি এমন তামিমকে দেখলেই ভালো বল করতেন ফারুকী। বাধ্য হয়ে এই ফাস্ট বোলারকে সমীহ করতেন তামিম। স্বাভাবিকের চাইতে বেশি সমীহ করতে গিয়ে বারবার নিজের উইকেটও তাকে দিয়েছিল তামিম। এ নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। 

বাইশ গজের লড়াইয়ে তামিম যেমন সমীহ করেছিল ফারুকীকে। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখেও সমীহের সুর। তিনি তো সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, যে তাকে খেলবে, তার প্রতি সম্মান দিতেই হবে।’

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

তামিম না থাকায় বিশ্বকাপে ফজলহক ফারুকির বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য স্বস্তির হবে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন,  ‘অদ্ভূত প্রশ্ন। আপনি এমন একজনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এখানে না। আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেবো। ফারুকী ভালো বোলার। যেই তাকে খেলুক না কেন, তাতে কিছু যায় আসে না। আফগানিস্তানের জন্য কয়েক বছর ধরে ভালো করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান দিতেই হবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।