ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে স্রেফ বিধ্বস্ত ওমান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ২৩:৫২

১৩ রানে ৫ উইকেট নিলেন হাসারাঙ্গা। গেটি ইমেজ ১৩ রানে ৫ উইকেট নিলেন হাসারাঙ্গা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই আরব আমিরাতের বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফের জ্বলে উঠেন এই লঙ্কান স্পিনার। তাতেই ওমানকে দলীয় একশ পার করার আগেই গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লঙ্কানরা। আরব আমিরাতের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করা হাসারাঙ্গা, ওমানের বিপক্ষে নিয়েছেন ১৩ রানে ৫ উইকেট। 

বুলাওয়েতে এদিন আগে ব্যাট করা ওমান, ওয়ানিন্দু হাসারাঙ্গার তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে দুই ওপেনার প্রাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নের অবিচ্ছিন্ন একশ রানের জোটে, ১০ উইকেট হাতে রেখেই বড় জয় নিশ্চিত করে। এই জয়ে ‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে পূর্ণ চার পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় শ্রীলঙ্কা। 

বুলাওয়েতে ওমানের দেওয়ার ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার লঙ্কানদের এনে দেয় উড়ন্ত সূচনা। শুরু থেকেই ওমানের বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন এই দু'জন। তাতেই ৭ ওভারে লঙ্কানরা পেরোয় দলীয় পঞ্চাশ রানের গণ্ডি। ৭ চারে ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার দিমুথ করুনারত্নে।

শেষ পর্যন্ত লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙার সমর্থ হয়নি ওমানের বোলাররা। ৯৯ রানের টার্গেট শ্রীলঙ্কা টপকে যায় ৩৫ ওভার হাতে রেখেই। ৮ চারে ৫১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন দিমুথ করুনারত্নে। ৫ চারে প্রাথুম নিশাঙ্কা করেন ৩৭ রান।

এর আগে ব্যাট করা ওমান হাসারাঙ্গার তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায়। ৪ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে আয়ান খানের ব্যাট থেকে। বাকিদের মধ্যে জিতেন্দর সিং করেন ২১ রান। শেষ দিকে ফায়াজ বাট অপরাজিত থাকেন ১৪ রানে। শ্রীলঙ্কার পক্ষে ১৩ রানে ৫ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২২ রানে ৩ উইকেট শিকার লঙ্কান পেসার লাহিরু কুমারার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।