ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হেরেই চলছে যুক্তরাষ্ট্র, জয়ের দেখা পেল নেদারল্যান্ডস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ০৫:১১

দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডস। গেটি ইমেজ দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডস। গেটি ইমেজ

নট আইট ডেস্ক: টানা দুই হারে বিশ্বকাপ বাছাই শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য ছিল ম্যাচটা টিকে থাকার। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করা নেদারল্যান্ডসের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর মিশন। এমন সমীকরণের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হ্যাটট্রিক হারের স্বাদ দিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডাচরা।

হারারেতে এদিন আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র, ৮ উইকেট হারিয়ে মাত্র ২১১ রানের সংগ্রহ গড়ে। মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে তেজা ও এডওয়ার্ডসের জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই বড় জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। 

যুক্তরাষ্ট্রের দেওয়া ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে, শুরুতেই বিক্রমজিৎ সিংয়ের উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর দলের হাল ধরেন দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ম্যাক্স ও ডাউড ও ওয়েসলি বারেসি। এই দু'জনের ব্যাটে চড়ে দলীয় পঞ্চাশ পার করে নেদারল্যান্ডস। এরপরই ২০ রানের ব্যবধানে ডাচরা হারায় ৩ উইকেট। একে একে ফিরে যান ম্যাক্স ও ডাউড (২৬), ওয়েসলি বারেসি (২৯) ও ব্যাস ডি লিড (৪)।

চর্তুথ উইকেটে জুটিতে দলের হাল ধরেন তেজা নিদামানুরু ও এডওয়ার্ডস। হাফ সেঞ্চুরি তুলে নেন তেজা। এই দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই দলীয় দেড় শ পার করে নেদারল্যান্ডস। ৫ চারে ৫৮ রান করা তেজা নিদামানুরু ফিরলে ভাঙে এই জুটি। এরপর রীতিমতো ঝড় তোলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাকে সঙ্গ দেন ভেন বিক। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় নেদারল্যান্ডসের। 

শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। ৬ চারে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন এডওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের পক্ষে জাসদীপ সিং নেন ২ উইকেট। 

এর আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ২১২ রান। ৫ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭১ রান আসে জাহাঙ্গীরের ব্যাট থেকে। এছাড়া জেসে সিং করেন ৩৮ রান। ব্যাস ডি লিড ও রায়ান নেদারল্যান্ডসের পক্ষে নেন ২ উইকেট করে।

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।