ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে উইন্ডিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ০৩:৪৮

সেঞ্চুরি করেছেন পুরান ও হোপ। গেটি ইমেজ সেঞ্চুরি করেছেন পুরান ও হোপ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নেপালকে উড়িয়ে দিয়ে সুপার সিক্সে এক পা দিয়েই রাখলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে এদিন ক্যারিবীয়দের রানের পাহাড়ে চাপা পড়ে বড় হার সঙ্গী হয়েছে নেপালীদের। তাতেই দুই ম্যাচ খেলে জিম্বাবুয়ের সমান পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে টেবিলের চূড়ায় উইন্ডিজ।

হারারেতে এদিন আগে ব্যাট করে নিকোলাস পুরান ও শাই হোপের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৩৩৯ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে জেসন হোল্ডার, আলজেরি জোসেফদের তোপে ২৩৮ রানেই গুটিয়ে যায় নেপাল। ফলে ১০১ রানের বড় জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।

৩৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় পঞ্চাশ পার করার আগেই ৩ উইকেট হারিয়ে বসে নেপাল। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন আসিফ শেখ ও অধিনায়ক রোহিত পাদেল। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে নেপাল। কিন্তু দলীয় একশ পার করার আগেই ফের জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

৩ চারে ২৮ রানে ফিরেন ওপেনার আসিফ শেখ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। বাকিদের আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করেন আরিফ শেখ। তুলে নেন হাফ সেঞ্চুরি। তাতেই দলীয় দুইশ পার করে নেপাল। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই নেপাল গুটিয়ে যায় ২৩৮ রানে। 

৪ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন আরিফ শেখ। এছাড়া গুলসান জা করেন ৪২ রান। রোহিত ৩০ ও শেষ দিকে কারান কেসির ব্যাট থেকে আসে ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। আলজেরি জোসেফ কিমো পল ও আকিল হোসেন নেন ২ উইকেট করে।

এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৯ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১০ চার ও ৩ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলেন শাই হোপ। ১০ চার ও ৪ ছক্কায় ১১৫ রান আসে নিকোলাস পুরানের ব্যাট থেকে। এছাড়া ব্র‍্যান্ডন কিং ৩২ ও রভম্যান পাওয়েল করেন ২৯ রান। নেপালের পক্ষে ললিত রাজবংশী নেন ৩ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।