ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে জয়রথ ছুটছে ওমানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৩ ০৪:৩৯

৫ উইকেটের জয় পেয়েছে ওমান। গেটি ইমেজ ৫ উইকেটের জয় পেয়েছে ওমান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল ওমান। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। দুই ম্যাচ থেকে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে, বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের টেবিলের চূড়ায় এখন ওমান।

বুলাওয়েতে এদিন আগে ব্যাট করা আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ২২৭ রানের বেশি তুলতে পারেনি। জবাবে আকিব ইলিয়াস, সোয়েব খান ও মোহাম্মদ নাদিমের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের বড় জয় পেয়েছে ওমান।

২২৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য দুই ওপেনার প্রজাপতি ও জিতেন্দর সিংয়ের উইকেট হারায় ওমান। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন আকিব ইলিয়াস ও সোয়েব খান। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ওমান। আকিব ইলিয়াস তুলে নেন হাফ সেঞ্চুরি। তৃতীয় উইকেট জুটিতে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। 

৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করা আকিবের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর চোট নিয়ে মাঠ ছাড়েন সোয়েব খান। এরপর দ্রুতই ফিরেন অধিনায়ক জিসান মাকসুদ। পঞ্চম উইকেট জুটিতে উইকেট দলের হাল ধরেন আয়ান খান ও মোহাম্মদ নাদিমম এই দু'জনের ব্যাটে দলীয় দেড় শ পার করে ওমান। শুরু থেকেই আরব আমিরাতের বোলারদের উপর চড়াও হয়ে রান তুলতে থাকেন আয়ান।

কিন্তু দলীয় দুইশ পার করার আগে ৫ চার ও ১ ছক্কায় আয়ান ফিরেন ৪১ রান করে। এরপর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়া সোয়াব খান মাঠে ফিরে তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যপ্রান্তে মোহাম্মদ নাদিমও তুলে নেন হাফ সেঞ্চুরি। তাতেই ৪ ওভার ও ৫ উইকেট হাতে রেখে বড় জয় নিশ্চিত করে ওমান। ৫ চার ও ১ ছক্কায় সোয়েব খান অপরাজিত থাকেন ৫০ রানে। ৫ চারে মোহাম্মদ নাদিম করেন ৫০ রান।

এর আগে ব্যাট করা আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ গড়ে। ১০ চারে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন আয়ান আফজান খান। এছাড়া ৩ চারে অরবিন্দ করেন ৪৯ রান। ৫ চারে রমিজ শাহজাদ করেন ৩৮ রান। ওমানের পক্ষে ৩ উইকেট নেন জে ওদেরা। বিলাল খান ও ফায়াজ বাট নেন ২ উইকেট করে। 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।