ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হাসারাঙ্গার অলরাউন্ডার নৈপুণ্যে বিধ্বস্ত আরব আমিরাত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০৩:১৫

২৪ রানে ৬ উইকেট শিকার হাসারাঙ্গার। গেটি ইমেজ ২৪ রানে ৬ উইকেট শিকার হাসারাঙ্গার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বুলাওয়েতে এদিন আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। জবাবে হাসারাঙ্গার বিধ্বংসী স্পেলে বিধ্বস্ত হয়েছে আরব আমিরাত। 

বুলাওয়েতে এদিন আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রানের পাহাড় গড়ে। দলের পক্ষে টপ অর্ডারের তিন ব্যাটার প্রাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা৷ জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার তোপে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ফলে ১৭৫ রানের বড় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৬ উইকেট শিকার হাসারাঙ্গার।

৩৫৬ রানের পাহাড় টপকাতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করেন রোহান মুস্তাফা ও মোহাম্মদ ওয়াসিম। ১২ রান করা রোহানের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দলের হাল ধরেন ওয়াসিম ও অরবিন্দ। এই দু'জনের ব্যাটে লড়াইয়ের চেষ্টা করে আরব আমিরাত। তবে এরপরেই বল হাতে রীতিমতো ঝড় তোলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

৩৯ রান করা আরব আমিরাত অধিনায়ক ওয়াসিমকে ফিরিয়ে একই ওভারে হাসারাঙ্গা ফেরান বাসিল হামিদকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় হার নিশ্চিত হয় আরব আমিরাতের। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৮০ রানে থামে আরব আমিরাতের।

আরব আমিরাতের পক্ষে অরবিন্দ করেন ৩৯ রান। এছাড়া শেষ দিকে আলি নাসের ৩৪ ও রামিজ শাহজাদ করেন ২৬ রান। শ্রীলঙ্কার পক্ষে একাই ৬ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।