ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা ক্যারিবীয়দের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৫:০৮

যুক্তরাষ্ট্রের পক্ষে শতক হাঁকান গজানন্দ সিং। গেটি ইমেজ যুক্তরাষ্ট্রের পক্ষে শতক হাঁকান গজানন্দ সিং। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের রোববারের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে ক্যারিবীয়রা গড়ে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ, সেই রান টপকাতে নেমে আড়াইশ তুলে থামে ইউএসএ। তাতেই জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো ক্যারিবিয়ানরা।

হারারেতে এদিন আগে ব্যাট করে চার খানা পঞ্চাশে ২৯৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন জনসন চার্লস। এছাড়া রোস্টন চেজ ৫৫, শাই হোপ ৫৪ ও শেষে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন হোল্ডার। যুক্তরাষ্ট্রের পক্ষে সৌরভ, ফিলিপ ও টেইলর নেন ৩টি করে উইকেট। 

রানের পাহাড় টপকাতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র। স্রোতের বিপরীতে একাই লড়ে যান গজানন্দ সিং। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। তবে সেটা ছিল না যুক্তরাষ্ট্রের জয়ের জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। ফলে ৩৯ রানের জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

৮ চার ও ২ ছক্কায় ১০৯ বলে আনবিটেন ১০১ রানের ইনিংস খেলেন গজানন্দ সিং। এছাড়া জাহাঙ্গীরের ব্যাট থেকে আসে ৩৯ রান। নস্টুশ কেনজিগে করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কাইল মায়ার্স ও আলজেরি জোসেফ নেন ২টি করে উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।