ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের শক্তিশালী দল ঘোষণা আইরিশদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২৩:৫৪

ডাক পেয়েছেন বেন হোয়াইট। ফাইল ছবি ডাক পেয়েছেন বেন হোয়াইট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া, ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সরাসরি বিশ্বকাপ খেলার দৌড়ে থাকা আইরিশরা, বাংলাদেশের কাছে সিরিজ হেরে সেই সুযোগ হারিয়েছে। তাই বিশ্বকাপে খেলতে বাছাইপর্বের বাঁধা টপকাতে হবে তাদের।

আসন্ন এই বিশ্বকাপ বাছাইয়ে আইরিশদের নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এছাড়া দলে রয়েছেন মার্ক অ্যাডার, জশ লিটল, ক্রেইগ ইয়াং, ব্যারি ম্যাকার্থি, গ্রাহাম হিউম এবং কার্টিস ক্যাম্পারের অভিজ্ঞ পেসাররা। ব্যাটিংয়ে দলটির ভরসা যোগাচ্ছে পল স্টার্লিং, হ্যারি টেক্টরের মতো তারকারা। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগ স্পিনার বেন হোয়াইট।

দল ঘোষণা পর দলটির প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, ‘আমরা একটি বড় সময়ের দিকে যাচ্ছি এবং এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে যারা ফর্মে আছে তাদের একটি স্কোয়াড গঠন করেছি। টুর্নামেন্টের শেষ দিকে আমরা সম্ভবত ব্যবহৃত পিচগুলিতে খেলব। যেকারণে বেন হোয়াইটকে অন্তভূক্ত করা হয়েছে। আমরা শুরুটা ভালো করতে চাই। আমাদের পেস আক্রমণকে অনূভব করি। জিম্বাবুয়েতে মুরের (পিটার) অভিজ্ঞতা কাজে লাগবে আশা করি।’

আয়ারল্যান্ডের স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডার, কার্টিস ক্যাম্পার, গেরেথ ডেলেনি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, পিটার মুর, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান ট্রাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।