ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিপিএলে নাখোশ সাকিব মিরপুর উইকেটে খুশি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ ০৩:৩৬

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিপিএল চলমান আসর শুরুর আগে বোমা ফাটিয়েছিলেন সাকিব আল হাসান। এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে নিজেদের সবশেষ ম্যাচেও প্রবেশ করেছিলেন মাঠে। বেশ কিছু বিষয় নিয়ে সাকিবের মেজাজ খুব একটা ভালো না থাকলেও বিপিএলের উইকেট নিয়ে খুশি বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের পাশাপাশি কৃতিত্ব দিয়েছেন পিচ কিউরেটরকেও। 

 

উইকেটের প্রশংসা করে সাকিব বলেন, 'দেখুন এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এতো ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এতো বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।'

 

ঢাকা পর্বের ৮ ম্যাচে ব্যাট হাতে ভালো সময় কাটিয়েছে ব্যাটাররা। সিলেটের জাকির-হৃদয়রা চড়াও হয়ে রান তুলেছে মিরপুর উইকেটে। বারংবার ট্রলের স্বীকার হওয়া নাজমুল হোসেন শান্তও ব্যাট হাতে দেখা পেয়েছে রানের। সবমিলে দেশীয়দের সাফল্যে খুশি সাকিব। 

 

সাকিব বলেন, 'অনেকেই ভালো খেলছে। আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে। লোকাল (স্থানীয়) ব্যাটাররা ভালো ব্যাটিং করছে এটা আমাদের জন্য ভালো একটা দিক। অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকে।'

 

ভালো উইকেটেও সাকিবের মতে দেশীয় বোলাররা ভালো করতে পারছেন না। এ প্রসঙ্গে সাকিব বলেন, 'উইকেট ভালো, তাই ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। দেখুন আগে ৩০-৪০ হতো এখন ৭০ হচ্ছে। এরপর ওরা এটাও শিখে যাবে যে কীভাবে একশ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখে নিতে হয়।'

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ