ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

কেমন হচ্ছে দেশীয় ক্রিকেটারদের পারিশ্রমিক?

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৮

বিপিএল৷ ছবি সংগৃহীত বিপিএল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের জন্য দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের খসড়া তালিকা প্রস্তুত করেছে বিসিবি। সোমবার সেই তালিকার বিস্তারিত জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

তালিকায় দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৮০ হাজার মার্কিন ডলার।

এবার বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। খরচ কমাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েই সমাইল হায়দার মল্লিক বলেছেন, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার। দেশীয় ক্রিকেটারদের ড্রাফটে সাত ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে।

তিনি বলেন, ‘এ’ গ্রেডে পারিশ্রমিক ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ , ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘এইচ’ গ্রুপ ৫ লাখ।

ডিরেক্ট সাইনিংয়ের (সরাসরি চুক্তি) ক্ষেত্রে কোনো নির্ধারিত পারিশ্রমিক থাকবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটার ও দলের আলোচনায় পারিশ্রমিক চূড়ান্ত হবে।

বিপিএলে এবার ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছিল ১০ টি প্রতিষ্ঠান। দল পেয়েছে সাত প্রতিষ্ঠান।

সবাইকে আগামী দুই সপ্তাহের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি, ক্রিকেটাদের পারিশ্রমিকের গ্যারান্টি মানিসহ ১০ কোটি টাকা বিসিবির কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

বিপিএলের সদস্য সচিব বলেন, 'টাকা জমা দিতে ১৪-১৫ দিন সময় দেওয়া হচ্ছে আপাতত। তবে পুরনো ও পরীক্ষিত ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে সময়সীমা একটু ‘রিল্যাক্সড’ থাকবে।'

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ