ঢাকা | শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

ধবলধোলাই এড়ানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৪ ২০:৪০

টস হেরে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি টস হেরে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আইসিসির এসোসিয়েট দলের কাছে সিরিজ হারের লজ্জা নিয়েই ধবলধোলাই এড়াতে এবার মাঠে নামছে নাজমুল শান্তর দল। যেখানে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ। আর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। 

বাংলাদেশের একাদশে এদিন এসেছে একাধিক পরিবর্তন। জাকের আলীর জায়গায় ঢুকেছেন লিটন দাস। আর শরিফুল ইসলামের পরিবর্তে খেলছেন হাসান মাহমুদ। অন্যদিকে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলা যুক্তরাষ্ট্রের একাদশে এসেছে চারটি পরিবর্তন। বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, হারমিত সিং, আলী খানের মতো তারকা ক্রিকেটারদের।

  বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন। 

যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, আন্দ্রিয়েস গুস, অ্যারন জোনস (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, নশতুশ কেনজিগে, শেডলি ফন শকওয়াইক, নিসর্গ প্যাটেল, জাসদ্বীপ সিং, সৌরভ নেত্রাভলকার। 

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।