ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১

গলার সমস্যা নিয়ে থাইল্যান্ড গেলেন শান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪ ১০:৩৬

নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ লম্বা ছুটি পেয়েছে টাইগাররা। প্রায় মাস খানেকের বিরতি কাটিয়ে আগামী মাসেই দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে নাজমুল শান্তর দল। আসন্ন এই সফরকে সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যদিও গলার সমস্যার কারণে এই ক্যাম্পে যোগ দিতে পারেননি অধিনায়ক শান্ত।

গলার সমস্যার কারণে টাইগার কাপ্তান গেছেন থাইল্যান্ড। শান্তর থাইল্যান্ড যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘শান্তর সমস্যা তেমন জটিল কিছু না। গলার সামান্য সমস্যা অনুভব করছিলেন তিনি। যে কারণেই মূলত এই সফর। খেলা সংক্রান্ত কোনো চোট নয় এটি। ব্যক্তিগত সফর হিসেবেই থাইল্যান্ড গেছেন শান্ত।’

উল্লেখ্য, পাকিস্তান সফরের এই দুই টেস্টর সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। এছাড়া আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।