ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাইগারদের তিন ফরম্যাটের নেতা ‘শান্ত’!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৭

নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ভারত বিশ্বকাপের আগে বেসরকারি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছিলেন, ভারত বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়বেন বাংলাদেশ দলের। বিশ্বকাপের শেষ দিকে এসে চোটে পড়ায় ছিলেন না নিউজিল্যান্ড সিরিজে। সাকিবের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব। যার কারণে নতুন অধিনায়কের খোঁজেই ছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজে অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে যাচ্ছেন নাজমুল শান্ত। 

উল্লেখ্য, শান্ত এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে শান্ত'র নেতৃত্বে বাংলাদেশ এক জয়ের সাথে হেরেছে একটি ম্যাচ। যদিও ওয়ানডেতে শান্তর নেতৃত্বে খুব একটা ভালো সময় কাটেনি বাংলাদেশের। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এছাড়া টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১ জয় ও ১ হার রয়েছে শান্তর ঝুলিতে। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।