ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি চান তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৭

তাসকিন আহমেদ। ছবি: টুইটার তাসকিন আহমেদ। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ লাল-সবুজের জার্সিতে তিন সংস্করণের ক্রিকেটে নিয়মিত মুখ টাইগার পেসার তাসকিন আহমেদ। যদিও গত সপ্তাহেই জানা গিয়েছিল, টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে চান এই পেসার। বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসও এই বিষয়টি করেছেন নিশ্চিত। যদিও এই ব্যাপারে এখনই চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। জালাল ইউনুস জানিয়েছিলেন, তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত হবে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে আসার পর।

এবার তাসকিন আহমেদ নিজেই খোলাসা করেছেন, কেন টেস্ট ক্রিকেটকে জানাতে চান বিদায়। মূলত, কাঁধের পুরনো চোটই তাসকিনকে অনাগ্রহী করে তুলছে লাল বলের ক্রিকেটে। বুধবার সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।’

চোট থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার। তবে, টেস্ট ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চান না ঢাকার এই পেসার। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠলে ফিরতে চান লাল বলের ক্রিকেটে। তিনি আরও বলেছেন, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই। হয়তো (টেস্ট ক্রিকেটে ফেরা) ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।