ঢাকা | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে চান ইবাদত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪ ২১:৪৩

ইবাদত হোসেন। ফাইল ছবি ইবাদত হোসেন। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সদ্য বিদায়ী বছরটা হতে পারত টাইগার পেসার ইবাদত হোসেনের। বছরটাও শুরু করেছিলেন বেশ দাপট দেখিয়েই। তাতেই টাইগার সমর্থকেরা আশায় বুক বাঁধতে শুরু করে এই পেসারকে ঘিরে৷ কিন্তু স্রেফ একটা ইনজুরি, ইবাদতকেই শুধু পিছিয়ে দেয়নি বাংলাদেশ ক্রিকেটকেও দিয়েছে অনেকখানি পিছিয়ে। ইনজুরির কারণে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে মিস করা ইবাদতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া নিয়েও রয়েছে সংশয়।

সংশয় থাকলেও বিশ্বকাপের আগেই ফিরতে চান লাল-সবুজ জার্সিতে, শনিবার মিরপুরে এমনটাই জানিয়েছেন সিলেটের এই পেসার। গত বছরের মাঝামাঝিতে ঘরের মাঠে আফগান সিরিজে চোটে পড়েন ইবাদত। ইনজুরি গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করতে হয় এই পেসারকে। বর্তমানে বিসিবি চিকিৎসকদের অধীনে রিহ্যাবে রয়েছেন এই পেসার। সেখানে আজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। 

কবে নাগাদ মাঠে ফিরবেন ইবাদত? স্বাভাবিকভাবেই প্রশ্নটা ছিল খোদ এই পেসারের কাছেই। জবাবে তিনি বলেছেন, ‘আমি তো আশা করছি বিশ্বকাপের আগেই ফিরব, ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেভাবে মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে এবং রিহ্যাবটা খুব ভালো করছি। স্ট্রেন্থ ফিরে পাচ্ছি। আশা করি সামনে ভালো কিছুই হবে।’

আগামী সপ্তাহেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। চোটে থাকায় বিপিএলটা মিস করবেন ইবাদত। বিপিএলে খেলা না হলেও সেরে উঠতে তাই পর্যাপ্ত সময়ই পাচ্ছেন এই সিলেটি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ আমি যে প্রক্রিয়া অনুসরণ করছি, খুব ভালোভাবে এগোচ্ছি। গত বৃহস্পতিবার আমার দুই পায়ের পেশির মাপ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এজন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।’

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।