বৃষ্টির পেটে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ১৫:০৮
নট আউট ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টে। যার কারণে ঢাকা টেস্টের প্রথম দিনে হয়েছে মাত্র ৭৯ ওভার। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট চাপে মিরপুরের আকাশে বৃহস্পতিবার সারাদিন ধরেই ছিল বৃষ্টি। ফলে, দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটা বলও। শেষ পর্যন্ত চা বিরতির ঠিক আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মিরপুরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
দিন যত বেড়েছে ততই বাড়তে থাকে বৃষ্টির প্রভাব। শেষ পর্যন্ত বেলা ১টা ৫৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দেওয়া হয়। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। এছাড়া নির্ধারিত ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হওয়ার কথা রয়েছে ৪টা ৪৫ মিনিটে। সম্ভব হলে তৃতীয় দিন মোট অনুষ্ঠিত হবে ৯৮ ওভার।
এর আগে গতকাল ঢাকা টেস্টের প্রথম দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৭২ রানে। জবাবে টাইগার স্পিনাররাও ছেড়ে কথা বলেনি। বোর্ডে পঞ্চাশ তোলার আগেই কিউইরা হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ৫৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা। ফলে, ১১৭ রানে এগিয়ে থাকে বাংলাদেশ।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...
ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: