ঢাকা | শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগী বার্তা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩ ১৩:৪৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হয়েছে অ্যালান ডোনাল্ডের। গত এক বছরে বদলে দিয়েছিল বাংলাাদেশ পেস বোলিং ইউনিটের চিত্রপট। তবে চাহিদা পূরণ হয়নি বিশ্বকাপ মঞ্চে। আলো ছড়াতে পারেননি তাসকিন,মুস্তাফিজরা। 

 

বিশ্বকাপে পেসারদের ব্যর্থতা ছাড়াও টাইমড আউট ইস্যু নিয়ে বিপাকে পড়েছিলেন ডোনাল্ড। বিশেষ করে সাক্ষাৎকার বাংলাদেশ ও সাকিবের বিপক্ষে যাওয়াতে। 

চলতি মাসেই শেষ হতো ডোনাল্ডের চুক্তির মেয়াদ। তবে বিসিবি জানুয়ারি পর্যন্ত চালিয়ে নিতে বলেছিল। তবে বোর্ডের এমন প্রস্তাবে রাজি হয়নি ডোনাল্ড। বিশ্বকাপের শেষ ম্যাচের পর ভারত থেকে সরাসরি ধরেছেন নিজ দেশের বিমান। 


এদিকে কিংবদন্তি এই কোচের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি লিখেছেন, একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।