ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজ্জাকের পোস্টে মাশরাফি. ‘কেন লিখলি এ কথা ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তামিম। আর এই এক কারণে পুরো বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। নানামুখী আলোচনার মাঝে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ডমিনেট করে বাংলাদেশের জয় সাত উইকেটে। 

গতকাল রাতে বাংলাদেশ জয় পাওয়ার পর ফেসবুকে একটি বার্তা দিয়েছেন নির্বাচন আব্দুর রাজ্জাক। যে বার্তাকে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

রাজ্জাক নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’

রাজ্জাকের এমন পোস্টে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি জানতে চেয়েছেন, ‘কেন লিখলি এ কথা?’

তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে উত্তাল ক্রিকেটাঙ্গন। অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে নির্বাচকদের ওপর দিয়েও। বিসিবির তিন নির্বাচকের একজন রাজ্জাকও। তাই ধারণা করা হচ্ছে, রাজ্জাকের এই পোস্টটি এই ইস্যু নিয়েই। তবে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।