ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ব্যাটিং ব্যর্থতায় ‘১৭১’ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৯

শান্ত খেলেছেন রেকর্ড গড়া ইনিংস। গেটি ইমেজ শান্ত খেলেছেন রেকর্ড গড়া ইনিংস। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আরও একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে আর একবার দুইশ পার করার আগেই গুটিয়েছে টাইগাররা। মিরপুর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে, ১৫ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭১ রানেই গুটিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে একাই লড়াই করা অধিনায়ক নাজমুল শান্তর ব্যাট থেকে এসেছে ৭৬ রান। সিরিজ জিততে হলে কিউইদের প্রয়োজন মাত্র ১৭২ রান।

মিরপুরে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিনের শুরুতেই ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জাকির হাসান। তামিমের ব্যাট থেকে আসে ৫ রান, অন্যদিকে অভিষিক্ত জাকির করেন মাত্র ১ রান। শুরুর এই চাপ বাংলাদেশ সামাল দেওয়ার চেষ্টা করে নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে।

দারুণ শুরু করা হৃদয় ইনিংস করতে পারেনি লম্বা। ৩ চারে ফিরেন ১৮ রান করে। এরপর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। এই দু-জন মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর ২ ছক্কায় মুশফিক ফিরেন ব্যক্তিগত ১৮ রান করে। পঞ্চম উইকেটে রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন শান্ত। একপ্রান্ত আগলে রাখা শান্ত তুলে নেন হাফ সেঞ্চুরি। 

পঞ্চম উইকেটে রিয়াদ-শান্ত করেন ৪৯ রান। ২ চারে রিয়াদ ফিরেন ২১ রান করে। এরপর শেখ মেহেদীও ফিরে যান দ্রুত। শেষ দিকে একাই লড়াইয়ের চেষ্টা করেন শান্ত। কিন্তু শতকের দিকে ছুটতে থাকা শান্ত কাটা পড়েন সত্তরের ঘরে। এরপর বাংলাদেশের লোয়ার অর্ডার গুটিয়ে যেতে সময় নেয়নি খুব একটা। শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ১০ চারে শান্তর ব্যাট থেকে আসে ৭৬ রান। নিউজিল্যান্ডের পক্ষে অ্যাডাম মিলনে নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ও কোল ম্যাকোচিন নেন ২ উইকেট করে।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।